রাবির অধ্যাপক ছদরুদ্দিন আহমদের মৃত্যুতে উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট ভাষা সংগ্রামী অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর (৮৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

 
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে পদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অধ্যাপক চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপাচার্য ও উপ-উপাচার্য।

 
গতকাল শনিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন।মৃত্যুকালে তিনি তিন কন্যা রেখে গেছেন।

স/অ