রাবিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান সমিতির কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান সমিতি গঠন করা হয়েছে। গত শনিবার (২ এপ্রিল) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে ১৪ সদস্য বিশিষ্ট সমিতির একটি কমিটি ঘোষণা করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাস।

কমিটিতে অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাসকে সভাপতি এবং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আল আজিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাম্মি আকতার, দপ্তর সম্পাদক মো. আবু রায়হান, ক্রীড়া সম্পাদক মো. তহিদুর রহমান, সংস্কৃতি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জনি মিয়া এবং বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান। এছাড়াও কমিটিতে প্রতি শিক্ষাবর্ষের একজন করে ক্লাস প্রতিনিধিকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, জীববিজ্ঞান অনুষদের ডীন ও সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল আলম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ারদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহীল বাকী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. নাজিয়া আফরিন প্রমুখ।

জি/আর