রাবিতে রুয়ালফ’র নতুন কমিটি: সভাপতি মতিউর, সম্পাদক সাকিব

নিজস্ব প্রতিবেদক, রাবি:

আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এসোসিয়েশন অব ল ফাইন্ডার্স’র (রুয়ালফ) ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মতিউর রহমানকে সভাপতি এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী কেএএম সাকিবকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় রুয়ালফ’র সদ্য বিদায়ী সভাপতি মো. শাহীন মন্ডল ও সাধারণ সম্পাদক তানিম হাসান জিম এ কমিটি ঘোষণা করেন।

৪৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ শফিউল্লাহ, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, কামরুজ্জামান সাদ্দাম, ইব্রাহীম খলিলুল্লাহ, শাহ আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দীন, আবিদ আহসান লাবন, খান মুস্তাইন আহমেদ দিপু, বেনজামিন রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মো. আহসান উল্লাহ,মো. সেলিম খান, আবুল বাশার আহমেদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, প্রচার সম্পাদক সারোয়ার সাব্বির, আইন সম্পাদক আবু ফাতাহ মো. ইশতিয়াক।

এছাড়া, কমিটিতে আরো ১০ জনকে বিভিন্ন সম্পাদক এবং ১৪ জনকে উপ-সম্পাদক করা হয়েছে।

স/অ