রাবিতে ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ

রাবি প্রাতিনিধি:
অন্যান্য বছরের মতো এবার প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি থাকবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমসিকিউ পদ্ধতির পরির্বতে ২ ঘন্টায় ১০০ মার্কের লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাংবাদিকদের একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

এসময় উপাচার্য বলেন ‘এমসিকিউ পরীক্ষা নেয়া সহজ তবে এতে সত্যিকারের মেধা যাচাই করা হয় না। চারটা উত্তরের মধ্যে একটি সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া শিক্ষার্থী শুধুমাত্র ওই অনুযায়ী পড়া-লেখা করে। এমসিকিউ যেকোনো শিক্ষার্থী উত্তর করতে পারবে তবে লেখার মাধ্যমে একটা শিক্ষার্থীর লেখার মান নির্ণয় করা যায়। তাই এবছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেখানে ২ ঘন্টায় ১০০ মার্কের লিক্ষিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

উপাচার্য আরও বলেন, ‘পূর্বে বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন যাবৎ ভর্তি পরীক্ষা হতো তবে এখন ইউনিট কমিয়ে ৪ টি ইউনিটে ২ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ধার্য করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাশ হলে সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।’

এছাড়াও এবছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুইটি পর্যায়ে আবেদন করতে হবে । প্রথম পর্যায়ে রেজাল্টের মান অনুযায়ী শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদেরকে পরীক্ষার নির্দিষ্ট ফি জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করতে হবে এবং প্রত্যেক ইউনিটে সর্বোচ্চ ১৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার দেওয়ার সুযোগ থাকছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

স/শা