রাবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রার্থী ৫৪

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। ‘বি’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছেন ৩০ হাজার ৬৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়ছেন ৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১০টায়। পরে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শেষ হবে বেলা ১২ টায়। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এসব আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা হয়েছে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি যুদ্ধ।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া তিন হাজার ৯৩০টি আসন রয়েছে। এর বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।