ইউক্রেন আমাদের উসকানি দিচ্ছে: পুতিন

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ইউক্রেন রাশিয়ানদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোতে ড্রোন হামলার পর এক প্রতিক্রিয়ায় পুতিন এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এটি স্পষ্টতই সন্ত্রাসী কার্যকলাপের লক্ষণ। তারা আমাদের উসকানি দিচ্ছে। ’

তিনি বলেন, ‘এই হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে হামলা মোকাবেলা করেছে। ’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আটটি ড্রোন সামান্য ক্ষতি করেছে। কিন্তু কিয়েভ দায় অস্বীকার করেছে।

এক প্রতিবেদনের বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর এই প্রথম শহরটিকে একাধিক ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন পশ্চিম শহরতলীতে পড়েছে, যেখানে সিনিয়র কর্মকর্তারা থাকেন।

রাশিয়ান টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘হামলাটি সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদর দপ্তরে রুশ আক্রমণের প্রতিক্রিয়া ছিল। ’

তিনি বলেন, ‘প্রতিক্রিয়ায় হিসেবে কিয়েভ সরকার একটি ভিন্ন পথ বেছে নিয়েছে। রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টার পথ। রাশিয়ার নাগরিকদের ভয় দেখানো এবং আবাসিক ভবনগুলোতে বিমান হামলার পথ। ’

মঙ্গলবার (৩০ মে) রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়। পরে জানানো হয়, হামলায় একজন নিহত হয়েছেন।