রাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ শুক্রবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শায়িত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
দুপুর সাড়ে বারোটায় দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মান কাজ উদ্বোধন করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল চারটায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক ড.মো. আজিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মো. মাহবুব হোসেন।
এর আগে সকালে, রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে আয়োজন করা হয়েছে।