রাবিতে ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশীপ শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস গোল্ড বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিরোধী দল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা ফাহমিদা বেগম। ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সরকারী দলের প্রধানমন্ত্রী আইন বিভাগের শিক্ষার্থী সাধন মূখার্জী। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, ‘নারী’ শব্দটি নারীর উন্নয়নে প্রধান বাধা’।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আ. কাইয়ুম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা রহমান।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতার্কিকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন। গোল্ড বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৮ এর আহ্বায়ক আব্দুল কুদ্দুস। সমাপনী বক্তব্য দেন বিতর্ক সংগঠনটির সভাপতি সোহরাব হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ২৩ মার্চ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৫০টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়।
স/শ