শনিবার , ৬ অক্টোবর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

Paris
অক্টোবর ৬, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসব আগামীকাল রবিবার শেষ হবে।

অনুষ্ঠানের প্রথম দিন সায়েন্স অলিম্পিয়াড, প্রোজেক্ট শো, সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন ও সায়েন্টিফিক পেইন্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামীকাল বিজনেস আইডিয়া কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, রুবিকস কিউব কম্পিটিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ফোর-ডি মুভি বাস ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর বাস। দুই দিনব্যাপী এ উৎসবে রাজশাহী অঞ্চলের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল বিজয়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আহসান হাবীব।

স/অ

সর্বশেষ - শিক্ষা