রাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। রাবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যে পড়ালেখা তা শুধু খাতা-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারিয়ার সংক্রান্ত সংগঠন প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে উঠলে শিক্ষার্থীদের কোটা সংকটে পড়তে হবে না। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে বিভিন্ন সৃজনশীল কাজে লাগাতে শিখবে। আর এর মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছে যাবে।

ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল জানান, ‘মেলায় মোট ২৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলা চলাকালে প্রত্যেকটি কম্পানি চাকুরি প্রত্যাশিদের থেকে সিভি সংগ্রহ করবে। আগামীকাল সিভি বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে কম্পানিগুলো। এ ছাড়াও মেলায় ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে।’

ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।

 

স/আ