রাবিতে দশ দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু কাল

নিজস্ব প্রতিবেদক:
‘যুক্তির দ্বান্দ্বিক ছন্দে পদ্মার কোল জুড়ে সমৃদ্ধ হোক স্বাধীনতার গৌরব’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দশ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা দিবস বিতর্ক উৎসব’। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ উৎসবের উদ্বোধন করবেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান।

বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি মো. ওমর ফারুক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, ‘স্বাধীনতা দিবসকে সামনে রেখে দ্বিতীয় আন্তঃক্লাব ও পঞ্চম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সতেরোটি হল এবং রাজশাহীর চব্বিশটি ক্লাব অংশগ্রহণ করবে। আগামী ২৫ মার্চ দুপুর আড়াইটায় সোহ্রাওয়ার্দী হলে উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক মাসুদ রানা, বিতর্ক পাঠশালার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম আকাশ, প্রচার সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।

স/অ