তানোরে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই আদিবাসী নারীর বাবা বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন।

এদিকে আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীকে ধর্ষণের প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, চলতি মাসের ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার রাতৈল গ্রামের দুখু সরেনের ছেলে অজেন সরেন (২৬) রাতৈল গ্রামের বিলের ধারে নির্জন জায়গায় ওই নারীকে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দিতে ওই ধর্ষিতার পরিবারকে এলাকার কতিপয় ব্যক্তিরা ভয়ভিতি দেখায়। অবশেষে মঙ্গলবার রাতে তার বাবা বাদী হয়ে তানোর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাইল ইসলাম জানিয়েছেন ধর্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স/অ