রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, রাবি:

বরেন্দ্র এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। বরেন্দ্র আর্ট সোসাইটি তৃতীয়বারের মতো এই প্রদর্শনীর আয়োজন করে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে রাবির চারুকলা অনুষদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ৬০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী বুধবার (২০ মার্চ) এই প্রদর্শনী শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান, শিল্পকর্ম ভিত্তিক সংগঠন শিল্পাশ্রমের পরিচালক আশফাকুল আশেকিন, বরেন্দ্র আর্ট সোসাইটির আহ্বায়ক তারিক হাসান প্রমুখ।

স/শা