রাবিতে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গুণগত শিক্ষা নিশ্চিতকরণে তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের ১৭টি গোল নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের সভাপতি শাহাদুজ্জামান শিশির জানান, বিকাল সাড়ে ৪টায় এ সেমিনার শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত থাকবেন।

শাহাদুজ্জামান শিশির আরও জানান, অনুষ্ঠানে সংগঠনের নবীন শিক্ষার্থীদের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) বরণ করে নেওয়া হবে। এ সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

স/অ