রাবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস ইন জাপান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সের মিলনায়তনে রাবি হায়ার স্টাডি ক্লাব এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাপানের টোকিও ইনস্টিটিউটের গবেষক ড. শিমুল শাখাওয়াত। তিনি উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে বিদেশ গমনের ক্ষেত্রে অধ্যাপকদের সাথে যোগাযোগ স্থাপন, রিসার্চ প্রপোজাল তৈরিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল হাসান।

উল্লেখ্য, রাবি হায়ার স্টাডি ক্লাব ২০১৪ সাল থেকে উচ্চশিক্ষা, নেতৃত্ব চর্চা ও সমাজ সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স/অ