রাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

রাবি প্রতিনিধি
‘যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যায়ে ‘৪র্থ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে শহীদ সোহ্রাওয়ার্দী হলে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর মো. ছাদেকুল আরেফিন।
অনুষ্ঠানের বিতর্ক পাঠশালার আহ্বায়ক শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ছাদেকুল আরেফিন বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে ব্যক্তিত্বে বিকাশ সংগঠিত হয়। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে ব্যক্তির বিকাশ, ব্যক্তি মানসের বিকাশ সাধিত হয়।’
তিনি আরও বলেন, ‘উৎসাহ ব্যঞ্জকের একটি অন্যতম আয়োজন বিতর্ক প্রতিযোগিতা। যার  মাধ্যমে নিজেকে যাচাই করা যায়।
মেয়েদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, মেয়েরা কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। কেননা এখানে ৩২টি দলের মধ্যে মেয়েদের ৮টি দল অংশ নিচ্ছে। তিনি মেয়েদের প্রতিযোগিতার ক্ষেত্র আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানান।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি ওমর ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন, বিশ্ববিদ্যালয় শাখা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রবিউল সরকার প্রমুখ।
প্রসঙ্গত, দশ দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল থেকেই ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

স/অ