রাবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের রাজশাহী আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই উৎসবে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

জীববিজ্ঞান উৎসবের আঞ্চলিক সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই উৎসবে আরও বক্তৃতা করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম।

স/শা