রান না নেওয়ার পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল। ইংল্যান্ডকে হারাতে শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এমন কঠিন সমীকরণেও ক্রিকেটীয় চেতনা ভোলেননি কিউই ব্যাটার ডেরিল মিচেল। ১৮তম ওভারের প্রথম বলে জিমি নিশামের সজোরে নেওয়া শট আটকানোর চেষ্টা করছিলেন বোলার আদিল রশিদ।

নন-স্ট্রাইকে থাকা মিচেল সিঙ্গল নিতে গিয়ে চলে আসেন বোলারের সামনে। বাধা পেয়ে বলটা থামাতে পারেননি রশিদ। সেটা লং অফে যাওয়ায় অনায়াসে এক রান নিতে পারতেন মিচেল। কিন্তু অর্ধেক ক্রিজ এগিয়ে আসা নিশামকে ফিরিয়ে দেন তিনি।

সেই রানটা না নেওয়ায় গতকাল আইসিসির ‘ক্রিকেট অব স্পিরিট’ পুরস্কার পেলেন মিচেল। প্রতিপক্ষ, নিজ দল, অধিনায়ক, আম্পায়ার ও খেলাটার প্রথাগত মূল্যবোধের প্রতি সম্মানকে মনে করা হয় ‘স্পিরিট অব ক্রিকেটের’ মৌলিক অংশ। এর আদর্শ উদাহরণ হয়ে পুরস্কারটা জেতায় খুশি মিচেল, ‘এমন অ্যাওয়ার্ড পাওয়াটা ভীষণ সম্মানের। আমরা যে খেলাটা খেলি সেটা ভালোবেসেই খেলি। অবশ্যই আমরা জিততে চাই। তবে সেই জয়টা এমনভাবে চাই না, যা ক্রিকেটের মূল্যবোধের বাইরে যাবে। বাচ্চাদের সামনে নজির গড়ে দেয় এটা, ভবিষ্যতে যেন তারা খেলতে পারে সঠিক পথে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ