রানীনগরে আদালতের নির্দেশে ইজিপিপি প্রকল্পে নিয়োগ পেলেন ২২ কর্মকর্তা

রাণীনগর প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সালে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পটি বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। এর ফলে প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার কর্মহীন হয়ে পড়েন। এ বিষয়ে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তাদের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে আত্মীকরণের নির্দেশ দিয়েছেন।

ইজিপিপি প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার ২০১৬ সালে ও ২০১৭ সালে কনটেম্পট রীট পিটিশন মামলা করেন। আদালত পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে মতামত জানতে চান। বিষয়টি নিয়ে ইতিবাচক মতামত ও সম্মতি পাওয়ার পর রাজস্ব বাজেটের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে তাদের নিয়োগ ও আত্মীকরণের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ২২ জন ফিল্ড সুপারভাইজার-উপ-সহকারী প্রকৌশলীকে গত ১২ ডিসেম্বর আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন।

স/অ