রানির বিশেষ কফিনের যা যা বৈশিষ্ট্য

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির মৃত্যুর পর থেকে যে কফিনে এতদিন তাঁকে রাখা হয়েছে তা ৩২ বছর আগে তৈরি করা হয়েছিল। টেকসই ওককাঠ দিয়ে তৈরি করা হয় কফিনটি। রাজকীয় রীতি মেনে এর গায়ে সীসার পাত দেওয়া আছে। আর এ কারণে কফিনের ওজন অনেক বেশি।

মোট আটজন বাহক কফিনটি বহন করেন। সীসার পরত থাকায় কফিনটি বাতাস ও আর্দ্রতা প্রতিরোধী। এ কারণেই এতে দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়।

১৯৯১ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই বছরই উত্তরাধিকারসূত্রে তারা কফিনটি পেয়েছিল। এটি কে তৈরি করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

কফিনের ভেতর রানির মরদেহের সঙ্গে কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হবে। সেগুলো নিরাপদে রাখতে এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। কফিনটির পিতলের হাতল তৈরি করেছে বার্মিংহামের একটি প্রতিষ্ঠান।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ