রাত পোহালেই শিবগঞ্জ পৌরসভা নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:  রাত পোহালেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ পৌরসভায় প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠলেও ভোটার আগ্রহে সেভাবে ঢেউ তোলেনি। ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়েও প্রার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানের সব প্রস্তুতি তারা নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক শিবগঞ্জ পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে আইনানুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী থাকলেও দুজন আছেন ভোটের মাঠে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় মনিরুল ইসলামের প্রচার-প্রচারণার ঝলক বেশি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনিরুলের পক্ষে ভোট প্রচারণায় অংশ নিচ্ছেন।

সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠে এখন প্রার্থীরা ভোটযুদ্ধে। পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। ভোটারদের মধ্যেও ওই একই সংশয়। শিবগঞ্জ পৌর নির্বাচন কেমন হবে? নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে তো? পৌরসভা নির্বাচন নিয়ে এমন ভয়ে, সংশয়ে ভোটাররা। ভোট পদ্ধতি ইভিএম নিয়েও বিতর্ক হচ্ছে। ভোটাররা বলছেন, এ পদ্ধতিতে হয়তো নির্বাচনী ফলাফল উল্টে দেয়া সম্ভব। শেষমেশ ভোটের দিন কি হবে তা নিয়ে ঘুরপাকে জনগণ।

একাধিক ভোটার বলেছেন, ভোটারদের মাঝে কিছুটা আতঙ্কও আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হবে কি-না, তা নিয়েও সন্দিহান অনেক ভোটার। বেশ কয়েকজন ভোটার বলেছেন, উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দেবেন। সৈয়দ পরিবারের অবদান আর ঐতিহ্য তুলে ধরে তারা বলছেন, মনিরুল ইসলাম মেয়র হলে শিবগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পৌরসভা সৃষ্টির ২২ বছরেও কাঙ্খিত উন্নয়ন হয়নি। বিএনপির প্রার্থী জয়ী হলে আরো ৫ বছর উল্লেখযোগ্য উন্নয়ন হবে না।শুক্রবার নির্বাচনী জসভায় বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম বলেন, শিবগঞ্জ বিএনপির ঘাঁটি। সরকারি দলের প্রার্থী যদি ক্ষমতার অপব্যবহার না করে তাহলে বিএনপির জয় সুনিশ্চিত।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবইল টিম, পেট্রোল টিমসহ সাদা পোশাকে পুলিশ ভোট কেন্দ্র এলাকায় থাকবেন। সুতরাং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার কোনো আশঙ্কা নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণের সহায়তায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মোতাওয়াক্কিল রহমান জানান, শনিবার দুুপুরের পর শিবগঞ্জের পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

র‌্যাব, পলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি থাকবে আইনশৃঙ্খলা রক্ষায়। ইভিএমএ নির্বাচন হওয়ায় ভোটারদের শঙ্কার কোন কারণ নেই বলেও জানান তিনি। উল্লেখ্য শিবগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩২৯৭৯ তার মধ্যে পুরুষ ভোটার ১৬৫৪৭ মহিলা ভোটার ১৬৪৩২ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি।