রাণীনগরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার ‘রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ ডরমিটরি ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালুভরা মৌজায় নির্মানাধীন ভবনে চেক বিতরণ করা হয়। এদিন অধিগ্রহণকৃত ভূমির মালিক আহসান হাবিব, শাহিনা আক্তার, তুনজেরা বিবিসহ মোট ১২ জনকে ৮ লাখ ৮৫ হাজার ৯৪ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) উত্তম কুমার রায়, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন ও ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারাহ ফাতেমা তাকমিলা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন। এর আগে ১৯ জন ভূমির মালিককে ৪৪ লাখ ১১ হাজার ৫৪৪ টাকার চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ওই স্থানে মোট দেড় একর জায়গা এক কোটি ৫০ লাখ ১০ হাজার ৪৯ টাকায় অধিগ্রহণ করা হয়েছে।

স/শা