রাণীনগরে বোরো ধান কর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রসাশক মো: হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় চলতি মৌসুমে স্থানীয় ভ্যান চালক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, বেকার ও স্থানীয় শ্রমিকদের ধান কাটা কাজে সম্পৃক্ত করতে এবং উদ্বুদ্ধ করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।