রাণীনগরে বাল্য বিয়ের দায়ে কনের চাচার ৩০ হাজার টাকা জরিমানা

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ৯ম শ্রেনীর ছাত্রীর বিয়ে না দিতে অঙ্গিকার নামা দেয়ার পরেও বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের চাচার ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গহেলাপুর কবিরাজ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,সোমবার রাতে ৩৩৩ সেবা নাম্বার থেকে জানতে পারেন গহেলাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে যাই। মেয়ে এবং মেয়ের চাচা বিয়ে না দিতে একটি অঙ্গিকারনামা দিলে নির্বাহী কর্মকর্তা ফিরে যান। এর পর নির্বাহী কর্মকর্তা ফিরে আসলে ওই রাতেই গোপনে বিয়ে সম্পন্ন করে।

খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় আবারো সেখানে অভিযান চালিয়ে মেয়ের চাচা গোলাম রাব্বানীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গোলাম রাব্বানী ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সংশ্লিষ্টরা জানান,মেয়ের মা-বাবা ঢাকায় থাকার কারনে চাচা গোলাম রাব্বানী বিয়ে আয়োজন করে।