রাণীনগরে ‘ছেলে ধরা গুজব’ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময়

রাণীনগর প্রতিনিধি: ‘ছেলে ধরা গুজব’ রোধে নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ মতবিনিময় করা হয়।

সারাদেশে ছেলে ধরা গুজব এর কারনে আতংকিত হয়ে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কমে যাচ্ছে। এছাড়া ছেলে ধরা সন্দেহ হলে পিটিয়ে হত্যা কিংবা নির্যাতন না করতে সচেতনতামূলক উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহবুব আলমসহ অন্যান্য অফিসারবৃন্দ রাণীনগর সদর মডেল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সাথে মতবিনিময় করেন।

স/শা