রাণীনগরে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

রাণীনগর প্রতিনিধি:

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের বনমালীকুড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) এবং জয়পুরহাট সদর থানার জগদীশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে মজনুর রহমান (৩৯)।

সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক ডিএডি আব্দুর রশিদ জানান, রাণীনগর উপজেলার বনমালীকুড়ি এলাকায় মাদক কারবারিরা মাদক বেচা কেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কোমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা, ৪৮ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও দুইটি মেমোরি কার্ড উদ্ধারসহ আব্দুর রাজ্জাক ও মজনুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

স/অ