রাণীনগরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে দুইটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মারাই) মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্ববধানে পরিচালন বাজেটের আওয়তায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নয়ন সহায়তার লক্ষে সরকারি ৫০ পার্সেন্ট ভুতূকি মূলে কৃষকদের মাঝে এ দুইটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মারাই) মেশিন বিতরণ করা হয়।
বুধবার বিকেলে রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ দুটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মারাই) মেশিনের চাবি হস্তান্তর করা হয়েছে। এদিন উপজেলার কাশিমপুর গ্রামের রেজাউল করিমকে একটি ও ঝিনা গ্রামের সিরাজুল ইসলাম চাঁদকে একটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মারাই) মেশিন দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়া উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।
স/অ