রাণীনগরে একই পরিবারের দুইজনসহ চারজনের করোনা শনাক্ত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে একই পরিবারের দুইজনসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৯ জন।

আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খান।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খান বলেন, রাণীনগর উপজেলায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১১ জুন কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। শুক্রবার সকালে পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে হাসপাতালের একজন স্টাফ ও তার স্ত্রী এবং রাণীনগর উপজেলায় কর্মরত একজন ডিএসবি’র ওয়াচার (৩৪) ও এক যুবক (২৩) সহ মোট ৪ জনের করোনা পজেটিভ রির্পোট আসে।

রাণীনগরে নার্সের সংস্পর্শে আসা আরো পাঁচ জনের করোনা শনাক্ত

তিনি জানান, এর আগে হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়ি চালক, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতসহ মোট ২৫ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ২৪ জনই সুস্থ্য হয়েছেন। শুক্রবার সকালে নতুন করে আরো ৪ জনের করোনা পজেটিভ আসে।

এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৯ জন। সুস্থ্য হয়েছেন ২৪ জন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

স/অ

আরো পড়ুন …

করোনা : রাজশাহী বিভাগে শনাক্ত ৩৩০০, সুস্থ ২০.৯৪%