রাজ্য জুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। সেই বৃষ্টি এখন চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। অন্যদিকে দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। দমদমে ১০৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বৃহস্পতিবার সারাদিন চলবে। বৃষ্টি হবে শুক্রবারও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা ছিল তা এখনও বর্তমান রয়েছে। উপস্থিত রয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত ঘুর্ণাবর্তও।

পাশাপাশি রাজ্যের উপরে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই বৃষ্টি নাগারে চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। সতর্কতা রয়েছে ভারি থেকে অতিভারি বর্ষণের। এদিকে কলকাতায় আর্দ্র আবহাওয়া জারি থাকলেও তাপমাত্রা অনেকটাই কমেছে। তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে।