অন্তর জ্বলছে, আমার সন্তান কোথায়?

নিজস্ব প্রতিবেদক:

আমি একজন মা বলছি, তোমরা সীমা লংঘন করোনা, আইনের বাইরে যেও না, আমার অন্তর জ্বলছে, আমার সন্তান কোথায়?

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে বিক্ষোভ মানববন্ধন চলাকা এক শিক্ষার্থীর অভিভাবক এসব কথা বলেন।  এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আমি তোমাদের হারাতে চাই না। আন্দোলন সুষ্ঠু ভাবে করতে হবে। ‘

এসময় রাজধানীর কুর্মিটোলায় দুই কলেজ শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই চলমান ছাত্র বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। Image may contain: one or more people, crowd and outdoor

আন্দোলনরত শিক্ষার্থী ফাহিম সিল্কসিটিনিউজকে বলেন, সুষ্ঠভাবে তাদের বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এছাড়া সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে কিছু শিক্ষার্থী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটিনিউজকে বলেন, শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ রয়েছে। সুষ্ঠভাবে শেষ করার লক্ষে।

স/আ