রাজশাহী-৬ আসনে প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত ৪ প্রার্থী

বাঘা প্রতনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে আজ সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে ৪ জন প্রার্থীর সমর্থকরা।

বাঘা-চারঘাট আসনে নির্বাচনে অংশ নেয়া ৪ জন প্রার্থীরা সোমবার সকাল থেকে প্রচারণা শুরু করেছেন। বিশেষ করে বড় দুটি দল আ.লীগ ও বিএনপির প্রার্থীরা প্রতীক বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাটাতে শরু করেছেন।

বাঘা ও চারঘাট এ দুটি উপজেলার প্রধান প্রধান মোড় থেকে শুরু করে অলিগলির রাস্তায় ব্যানার, ফেস্টুনের দখলে চলে যাচ্ছে।

এ আসনে প্রতীক পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি শাহরিয়ার আলম গণসংযোগসহ নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আ.লীগের সমর্থকরা ১০৭টি নির্বাচনী কেন্দ্রে এলাকায় পৃথকভাবে প্রচার মিছিল করেন।

কিন্তু কারাবন্দী বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ তাঁর নেতা-কর্মীদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন ব্যানার, ফেস্টুন সাটিয়ে।

এই আসেনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবদুস সালাম সুরুজ ও জাতীয় পার্টি থেকে ইকবাল হোসেন ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স/অ