রাজশাহী-৩ ঋণখেলাপী বাচ্চুসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৩ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী শাহবুদ্দিন বাচ্চু, বিএনপির মতিউর রহমান মন্টু, স্বতন্ত্র ও (জামায়াত প্রার্থী) মাজিদুর রহমান, আতিকুর রহমান ও সাবেক এমপি মিরাজ মোল্লা। 

এদের মধ্যে শাহবুদ্দিন বাচ্চুর ও মতিউর রহমান মন্টুর বিরুদ্ধে ঋণ খেলাপীর অভিযোগ থাকায়, এবং অন্য তিনজনের বিরুদ্ধে তথ্যে গড়মিল থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এর ফলে এই আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। তবে প্রার্থীতা বাতিল হলেও এ নিয়ে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন প্রার্থীরা।

রাজশাহী-২ (সদর) আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে এখন প্রার্থীতা টিকে রইলো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি আয়েন উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাজ্জাদ আলী ও যুক্তপ্রন্টের মনিরুজ্জামানের।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের দপ্তরের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। চলবে বিকেল পর্যন্ত।

 

স/আর