রাজশাহী-২ আসনের বিএনপির প্রার্থী মিনু রামেক হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে অসু্স্থতার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে প্রেসার উর্দ্ধমুখী ও বুকের ব্যাথার কারণে তাকে হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে (৩২ নং) ভর্তি করা হয়।

এর আগে শনিবার রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মিনুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির নেতাকর্মীরা। এসময় তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন তাঁরা। হাসপাতালে মিনুর পাশে আছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বলেন, মিনুর অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি শারীরিক কিছু সমস্যায় ভুগছেন। তবে তিনি প্রায় স্বাভাবিক আছেন।

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা অসুস্থ এই নেতা রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে এ আসনে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপি ছিলেন তিনি। এছাড়াও রাজশাহী সিটি করর্পোরেশনের মেয়র হিসেবে দীর্ঘ প্রায় ১৮ বছর দায়িত্ব পালন করেছেন মিনু।

স/শা