রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন করলেন ব্যারিস্টার আমিনুল

গোদাগাড়ী প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

আজ সোমবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র কেনেন।
এর আগে এ আসন থেকে তিনি টানা তিন বারের সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মিলন, গোদাগাড়ী পৌর বিএনপির সহ- সভাপতি গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসে, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অরন কুসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করেন।
স/শা