রাজশাহী সীমান্তে অস্ত্র, এ্যামোনেশনসহ ইয়াবা ও ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সীমান্তে অস্ত্র, এ্যামোনেশনসহ ইয়াবা এবং ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ রোববার সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম, এসজিপি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন সদর হতে ০৬ সদস্যের একটি বিশেষ টহলদল পূর্ব তথ্যের পরিক্রমায় সীমান্ত পিলারের পূর্ব বাথানবাড়ী এলাকায় এ্যাম্বুস পেতে থাকে। এ সময় ০৪-০৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচার কালে রাত ১ টার দিকে এ্যাম্বুস দল তাদেরকে মৌখিক বাধা প্রদান করলে তারা এ্যাম্বুস দলের উপর আক্রমনাত্মক হয়ে উঠে।

বিজিবি টহল দল অস্ত্র পাচারকারীদের আটক করার চেষ্টা করলে অস্ত্র এবং ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। টহল দল তাদেরকে ধাওয়া করলে অস্ত্র পাচারকারীরা ভারতের অভ্যন্তরে প্রবেশের ফলে টহল দল সীমান্ত অতিক্রম না করে অভিযান সমাপ্ত করে।

টহলদল ঘটনাস্থল হতে বিদেশী পিস্তুল ১ টি (তৈরী ইউএসএ), পিস্তলের এ্যামোনেশন ৫ রাউন্ড (৭.৬৫ KF), ম্যাগাজিন ২ টি, ইয়াবা ট্যাবলেট ১৬৫ পিচ এবং ফেনসিডিল ১০০ বোতল। যার সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।