ঘুষ দেওয়ার আগে দুদককে জানান: রাজশাহীতে কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির পালিশমেন্টের হার ৭০ শতাংশ। আগামিতে ১০০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। দফতরের কোন অফিসাকে ঘুষ দেওয়ার আগে কাজ না করলে তাদের বিষয়ে দুদককে জানান।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমির মিলনায়নে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়াড ২০১৮ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনের বলেন, আমাদের লোভ অনেক বেড়েছে। আমরা ভালো শিক্ষাগ্রহণ করছিনা। উদ্ধতন কর্মকর্তাদের নিচের কর্মীদের দিকে নজর রাখতে হবে। কোন বিল করার আগে সরেজমিনে একবার দেখতে হবে। দুর্নীতি থাকলে ধরা পড়েয যাবে। বর্তমানে দুর্নীতির পালিশমেন্টের হার ৭০ শতাংশ। আগামিতে ১০০ শতাংশ কো হবে।
অতিরিক্ত বিভাগিয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রপলিটন পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক এসএমএ আবদুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া মোল্লা।
এবছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় গোদাগাড়ী উপজেলা, দ্বিতীয় নাচোল উপজেলা ও তৃতীয় উল্লাপাড়া উপজেলা।
স/আ