রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের দুপক্ষের শিক্ষার্থীদের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের দুপক্ষের শিক্ষার্থীদের সমঝোতা হয়েছে।

রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের যৌক্তিক চলমান আন্দোলনের একটা পর্যায়ে নিজেদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। আজ মঙ্গলবার বিকেলে সেই ঘটনাটির একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান হয় বলে জানা যায়।

এরপর কলেজের উভয় পক্ষ মিলেমিশে আন্দোলনকে বেগবান করার জন্য অঙ্গীকারবদ্ধ হন বলে জানা যায়।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনে পক্ষে সমঝোতা বৈঠকে ছিলেন মাহফুজুর রহমান, শাকিলা দিল আফরোজ মিষ্টি, আপেল মাহমুদ সহ শাহ মখদুম মেডিকেল কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা।

এদিকে, রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।