রাজশাহী ল্যাবে আজ আরও একজনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ল্যাবে আজ আরও একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আজ রবিবার দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে প্রথম দফায় ৯৪টি নমুনার মধ্যে পাবনার এক রোগীর পজিটিভ শনাক্ত করা হয়েছে।

দ্বিতীয় ধাপের রিপোর্ট পাওয়া গেলে এবং বগুড়ার ল্যাবের রিপোর্ট পাওয়া গেলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। এর মধ্যে মারা গেছেন ২ এজন। সুস্থ হয়েছেন দুইজন। বিভাগের সবচেয়েছে বেশি আক্রান্তের পরিমাণ জয়পুরহাটে। এখানে আক্রান্তের সংখ্যা ৩২জন।

এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ায় আক্রান্তের সংখ্যা ২১, তারপরে নওগাঁয় আক্রান্ত ১৭, রাজশাহীতে ১৫, পাবনায় ১০, নাটোরে ৯, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ২ জন করে।

স/আর

আরও পড়ুন:

এক নজরে রাজশাহী বিভাগের ৮ জেলার করোনা চিত্র