রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ১৫

 

 

নিজস্ব প্রতিবেদক:

১৭০ জনের নমুনা পরীক্ষা ছাড়াই রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ১৫ শতাংশ ও বিভাগীয় জেলার মধ্যে রাজশাহীতে করোনা শনাক্তের হার সবথেকে বেশি। রবিবার (৩০ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের পি.সি.আর পরীক্ষা রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

রিপোর্ট থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় বিভাগের রাজশাহী জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। জেলায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ও ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৪৯ দশমিক ৩৮। যা সংক্রমণের দিক দিয়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার থেকে সবচেয়ে বেশি। জয়পুরহাট জেলায় ১০৮ নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা পজিটিভ। করোনা সংক্রমণের হার ২৪ দশমিক ৭। রাজশাহীর পর জয়পুরহাটে সংক্রমণের হার সবথেকে বেশি। চাপাইনবাবগঞ্জ জেলায় ৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ৮ জন। করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩৩।নাটোরে ৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া নওগাঁ, পাবনা, বগুড়া জেলায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের হার শুন্য। রাজশাহী বিভাগের ৭২ জন বিদেশী পর্যটকদের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৬।

জি/আর