রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে, মোট মৃত্যু ৮২৬

নতুন শনাক্ত ৯৬২ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৫২ হাজার ৮৭৯। তাঁদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৩২৫ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৮, নওগাঁয় ৭১, নাটোরে ১৩১, জয়পুরহাটে ৬৮, বগুড়ায় ১০১, সিরাজগঞ্জে ৭৩ ও পাবনায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, নাটোর ও বগুড়া জেলায় চারজন করে মারা গেছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে দুজন, জয়পুরহাটে দুজন ও নওগাঁয় একজন মারা গেছেন। এর আগের দিন ৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮২৬।

তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩৭৩ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৪৯ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৩, নাটোরে ৪৯, জয়পুরহাটে ২৬, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জন করোনায় মারা গেছেন।

চলতি মাসে এক দিনে সর্বোচ্চ সুস্থ
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও সুস্থ হওয়া রোগীর সংখ্যা কম ছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে চলতি মাসে এক দিনে সর্বোচ্চ ৭৫৭ করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৭ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন ঈদের পর করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৯৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৮৫, নওগাঁয় ১০৫, নাটোরে ৬, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ৫১, সিরাজগঞ্জে ৫৩ ও পাবনায় ১৪ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬১ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৩৩২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, গত শুক্রবার ছুটির দিন কম নমুনা পরীক্ষা হয়েছিল। গতকাল তা বেড়েছে। এ সময় করোনার সংক্রমণও ধরা পড়েছে বেশি। তবে বিভাগে ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন বেশি রোগী।

প্রথম আলো