রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে করোনায়  একজনের মৃত্যু হয়েছে।  বিভাগের সিরাজগঞ্জে  শনিবার মৃত্যু হয় তার। রাজশাহী বিভাগে  আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৪৯ জনের মৃত্যু হলো।

এছাড়া  বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৫ জন। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।  বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩৭ জন। এদের মধ্যে ২১ হাজার ১৯ জন সুস্থ হয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১০ জন নাটোরে ৯ জন, বগুড়া ২৯ জন, সিরাজগঞ্জে ১৭ জন, পাবনায় ৭ জন। এদিকে চাঁপাইনবাগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি । বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭০৩ জন।

স/আ.মি