ভারতকে ‘দমাতে’ এবার অরুণাচলের কাছে তিন গ্রাম চীনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

এবার ভারতের অরুণাচল প্রদেশের কাছে অন্তত তিন গ্রাম তৈরি করেছে চীন। ভারতকে দমাতেই চীনের এই নতুন কৌশল বলে ধারনা বিশেষজ্ঞদের।

চীন বম লা পাস থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমপক্ষে তিনটি গ্রাম তৈরি করেছে যা অরুণাচল প্রদেশের ভারত, চীন এবং ভুটানের মধ্যে ত্রি-সংযোগের কাছে অবস্থিত ।

ওই রাজ্যে সীমান্ত নিয়ে বিরোধীতা করে আসছে চীন। এর মধ্যে নতুন করে তিন গ্রাম গড়ে তোলায় ওই অঞ্চলে চীনের যে দাবি তা আরো জোরদার হলো।

কৌশলগত বিষয় বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি বলেন, চীন তার আঞ্চলিক দাবি জোরদার করতে কৌশলভাবে চীনা হ্যান ভাষা এবং কমিউনিস্টের তিব্বতি সদস্যদের ভারতীয় সীমান্তে ব্যবহার করছে। তিনি বলেন, এর আগে সাউথ চায়না সাগরে যেমন জেলেদের ব্যবহার করেছিল চীন।

এর আগে ভুটানের দুই কিলোমিটার ভিতরে গোপনে চীন গ্রাম তৈরি করেছে বলে দেশটির সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক সেই গ্রামের ছবিসহ টুইট করেন।

সূত্র: ইত্তেফাক