রাজশাহী প্রেসক্লাবে রাশিয়ান বিশেষজ্ঞ দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান বিশেষজ্ঞ পিটার কুশেলেভ তার বন্ধু জননেতা এম. আতাউর রহমানের সন্তান রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আলেক সান্দ্রা। শনিবার দুপুরে তারা দ্বিতীয় বারের মতো রাজশাহী প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

রাশিয়ান বিশেষজ্ঞ পিটার কুশেলেভ বলেন, রাজশাহী অনেক শান্তিপ্রিয় নগরী। এখানকার মানুষজন উদার। সেই ভালো লাগা থেকে দ্বিতীয় বারের মতো তারা রাজশাহীতে এসেছেন এবং আবারো আসার কথা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য ইকবাল হাসান টাইগার, মোহাম্মদ হানিফ প্রমুখ।

পরে রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাশিয়ান বন্ধু পিটার কুশেলেভ ও আলেক সান্দ্রাকে বরেন্দ্র জাদুঘর, পদ্মার পাড় এবং শহীদ এএইচএম কামারুজ্জামান উদ্যান ঘুরে দেখান।
স/শ