রাজশাহীর নৃত্যশিল্পী ওস্তাদ বজলার রামেক হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজশাহীর গুনি নৃত্যশিল্পী ওস্তাদ বজলার রহমান বাদল গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে দেশের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত অস্তাদ বজলার রহমান বাদলের ঠাঁই হয়েছে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের মেঝেতে। তিনি কোনো শয্যা পাননি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বজলার রহমানের স্বজনরাসহ তাঁর শুভাকাঙ্খিরা।

ফারুক হোসেন নামের তার এক শুভাকাঙ্খি ফেসবুকে লিখেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নৃত্যগুরু বাদল (১০০)রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কষ্ট হচ্ছে এই দেখে যে, তাঁর মতো মানুষকেও হাসপাতালের মেঝেতে থাকতে হচ্ছে। এ লজ্জা রাখি কোথায়? যাঁদের কিছু করার ক্ষমতা আছে, তারা দেখবেন প্লিজ।’

এদিকে হাসপাতাল সূত্র জানায়, বজলার রহমান বাদলকে শুক্রবার রাতে রামেক হাসপাাতলে ভর্তি করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স/আর