রাজশাহী নগরীর রায়পাড়ায় মাদক ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষ, গুলি, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায় দু’গ্রুপের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, গুলি এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ছয়টার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতরা হলেন, রায়পাড়া রেলক্রসিং এলাকার আক্তার আলীর ছেলে নুরুল আলম (২৪), একই এলাকার আজরুল ইসলামের ছেলে আবদুল হালিম সবুজ (২২) ও আরোদ আলীর ছেলে তরিক আলী (২২)। এর মধ্যে নুরুল আলম পায়ে গুলিবৃদ্ধ ও সবুজ গলা কাটা নিয়ে চার নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। আর তরিক ৩১ নম্বর ওয়ার্ডে।
আহতরা দাবি করেছেন আমপাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে কয়েকটি সূত্র দাবি করেছে মাদকের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। গুলি ছুড়েছে ওই এলাকার রাকিব নামের এক ব্যক্তি। তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে, স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে প্রথমে হামলার ঘটনা ঘটে। এরপর শুরু হয় সংঘর্ষ। এসময় প্রতিপক্ষের রাকিব নামের এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলিও করে।
স/আর