মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীতে ওয়ার্কশপে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Paris
জুন ২৫, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর শাহমখদুম থানার খানকার মোড় এলাকার হারুন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় হারুন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকসহ ২ কর্মাচরী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- হারুন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হারুন, তার কর্মচারি সোাহগ (২২) ও জুবায়ের (২১)। হামলায় আহদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নগরীর খানকার মোড়ে পাশাপাশি হারুন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ইঞ্জিন রিকন্ডিশন পার্টসের দোকান রয়েছে। হারুন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হারুন ও ইঞ্জিন রিকন্ডিশন পার্টসের দোকানের মালিক বাবলু।

আজ কোনো এক সময় বাবলুর কর্মচারি এনামুল হক একটি পার্টস কাউকে না জানিয়ে হারুনের ওয়ার্কসপে রেখে যান। পরে তিনি ওই পার্টসটি আবার নিতে সেখানে যান। বিষয়টি হারুন জানতে পেরে এনামুলকে বলেন তিনি তার দোকানে কি খুঁজছেন।

এসময় এনামুল বলেন আমি একটি পার্ট রেখেছি আপনার দোকানে, সেটা নিতে এসেছি। এসময় হারুন তাকে বলেন কাউকে না জানিয়ে তার দোকানে ওই পার্টসটি কেনো তিনি রেখেছেন। এ নিয়ে হারুনের কর্মচারি জুবায়েরের সাথে এনামুলের কথাকাটাকাটি হয়।

এরই মধ্যে হারুনের কর্মচারী জুবায়েরকে মারধর করে বাবলুর কর্মচারী তপু।এসময় হারুন দুজনকে শান্ত করে এনামুলকে তার দোকানে পাঠিয়ে দেন ও জুবায়েরকে তার দোকানের কাজে লােগিয়ে দেন।

তারা সবাই নিজ নিজ ওয়ার্কশপে কাজ করা অবস্থায় হটাৎ বাবলু ও তপুর নেতৃত্বে ২২ থেকে ২৫ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে হারুনের ওয়ার্কশপে হামলা চালায়। হামলা চালিয়ে তাদের মারপিট করে আহত করা হয়। একই সাথে হারুনের ওয়ার্কশপের মালপত্র লুট করে নিয়ে যায় বাবলুর লোকজন।  পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করে।

হারুন ওয়ার্কশপের মালিক হারুন জানান, বাবলুর নেতৃত্বে তারা হামলা চালিয়ে আমার ওয়ার্কশপের ক্যাশটেবিলের ডয়ের ভেঙে ৭ থেকে ৮ লক্ষ টাকা  লুট করে নিয়ে গেছে।  এব্যাপারে শাহমুখদুম থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর