বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা আফগানদের

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে আফগানিস্তান।

মঙ্গলবার সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সফরকারী আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি এ তথ্য জানান।

বাংলাদেশ ক্রিকেটের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই জানা আছে আফগানিস্তানের। স্বাগতিকদের প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে তারা। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমাদের পরিকল্পনা আমাদের মধ্যেই থাকুক। আমরা তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা পরিকল্পনা করেছি। তাদের শক্তি এবং দুর্বলতা আমরা জানি।’

আফগানিস্তানের মূল শক্তি স্পিন। হাশমতউল্লাহ বলেন, ‘আমাদের স্পিন আক্রমণ ভালো। বাংলাদেশের উইকেটে স্পিনাররা ভালো করে। আমাদের স্পিনারদের নিয়ে আত্মবিশ্বাসী।’

মুজিব উর রেহমানসহ বেশ কয়েকজন ক্রিকেটার বিপিএলে খেলেছেন। রশিদ খান, মোহাম্মদ নবীরা খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাদের অভিজ্ঞতা দলের কাজে লাগবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রায় সবাই বাংলাদেশে খেলেছি। স্কোয়াডে থাকা ছেলেদের অনেকের বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। এটি আমাদের সহায়তা করবে।’

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা