রাজশাহী নগরীতে আরও তিন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে আরও তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা শেষে মোট ৬ জনের পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে রাজশাহী নগরীরই রয়েছেন তিনজন। এছাড়া অপর তিনজন হলেন নওগাঁর ‍দুইজন এবং পাবনার একজন। এছাড়াও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষা শেষে আজ তানোরে ও মোহনপুরে একজন করে দুইজনের করোনা পজিটিভ পাওয়া যায়। ফলে এ নিয়ে আজ জেলায় একদিনে করোনা আক্রান্ত রোগী বাড়লো ৫ জন।

রাজশাহী নগরীর আক্রান্ত তিনজনের মধ্যে একজন নগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন, একজনের বাড়ি বালিয়াপুকুর এবং একজনের বাড়ি উপশহর এলাকায়।

এদিকে এ নিয়ে রাজশাহী নগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আর রাজশাহী জেলায় এ সংখ্যা ৪৪ জনে। এর মধ্যে নগরীতে সর্বাধিক ১০ জন, বাঘায় ৪জন, পুঠিয়ায় ৮ জন, দুর্গাপুরে ৩ জন, তানোরে ১০ জন, মোহনপুরে ৬ জন ও বাগমারায় ৩ জন। তবে এখনো করোনামুক্ত রয়েছে জেলার গোদাগাড়ী ও চারঘাট উপজেলা।

রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পবায় দুইজনের কথা উল্লেখ করা হলেও তাদের বাড়ি নগরীর মধ্যে। ফলে পবাতেও কোনো করোনা রোগী নাই।

যদিও গোদাগাড়ীর দুইজন বাসিন্দা চাঁপাইনবাবগঞ্জে নমুনা দিয়ে করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তারা গোদাগাড়ীতেই বসবাস করেন।

স/আর