রাজশাহী জেলা পরিষদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মুক্তিকামী বাঙালী জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৭১ সালের ১০ জানুয়ারি বন্দিদশা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু দেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পায়।

সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। সভায় জেলা পরিষদের সদস্য, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. নুরুল ইসলাম।

স/অ