রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩২৯২


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ২৯২ জন। এদের মধ্যে নগরীতেই (সিটি কর্পোরেশন এলাকা) অবস্থান করছে সিংহভাগ রোগী। এদিকে শনাক্তদের মধ্যে মারা গেছেন ২৫জন।

সোমবার (৩ আগস্ট) রাজশাহী জেলার সিভির সার্জনের দেয়া নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মোট শনাক্তের ২ হাজার ৪৮৫জন রোগী অবস্থান করছে রাজশাহী নগরীতে। এছাড়া বাঘা উপজেলায় ৭১ জন, চারঘাটে ৮৩জন, পুঠিয়ায় ৭৬, দুর্গাপুরে ৫৮, বাগমারায় ৬৫, মোহনপুরে৯২, তানোরে ৮৭, পবায় ১৯৫ ও গোদাগাড়ীতে ৮০ জন রোগী শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত রোগীদের মধ্যে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৯জন। এদের মধ্যে ১ হাজার ১০৩ জন নগরীর, বাঘার ২০জন, চারঘাটের ৩৪, পুঠিয়ার২১, দুর্গপুরের ১৫, বাগমারার ২৮, মোহনপুরের ৫৫, তানোরের ৪২, পবার ৮৭ ও গোদাগাড়ীর ১৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত ২৫ জন মৃতের মধ্যে নগরীর ১১জন, পবা উপজেলায় ৬জন, বাঘা উপজেলার ১, চারঘাটে ২, পুঠিয়ায় ১, মোহনপুরে ১ এবং গোদাগাড়ীতে ৩ জন মারা গেছেন। তবে দুর্গাপুর, বাগমারা ও তানোরে করোনা আক্রান্ত কোন রোগী মারা যায়নি।

স/রা